চুয়াডাঙ্গায় মুজিবনগর সমম্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক ৱ্যালি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে কষকদের উদ্বদ্ধুকরণের লক্ষ্যে মুজবনগর সমম্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ৱ্যালিটি চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। ৱ্যালিতে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুফি মো. রফিকুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার মনোয়ার হোসেনসহ উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসারগণ ও কৃষকবৃন্দ।