ফেনসিডিল ও মোটরসাইকেলসহ উথলীর লিখন গ্রেফতার
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ উথলীর লিখনকে গ্রেফতার করেছে। পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক সম্রাট বাবু ও বকুল।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের হুলিয়ামারীর বোয়ালিয়া ব্রিজের নিকট। এ সময় পুলিশ তিনজন আরোহীসহ একটি লাল রঙের হিরোহোন্ডা মোটরসাইকেলে থামায়। পুলিশ দেখে পালিয়ে যায় দুজন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন জীবননগর উপজেলার উথলী মসজিদপাড়ার হায়দার আলীর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী লিখন মিয়াকে (৩৫)। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেন একটি লাল রঙের নম্বরবিহীন হিরোহোন্ডা স্পিলিন্ডার মোটরসাইকেল। পুলিশ বলেছে, পালিয়ে যাওয়া একজন হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর চিলমারীপাড়ার আমিন উদ্দিনের ছেলে বাবু অপরজন উথলী মালোপাড়ার মেগার ছেলে বকুল। গ্রেফতারকৃত লিখনকে গতকালই মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।