গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করা নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার এবং হয়রানি করা হচ্ছে। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা পেশি শক্তি প্রয়োগ করে ভোটের কাজে বাধা প্রদান করছে। পুলিশ প্রশাসন নেতাকর্মীদের গ্রেফতার ও বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করছে বলে ১৯ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপন করেন গাংনী ১৯ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা বিএনপি সহসভাপতি আব্দুর রাজ্জাক। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেনসহ বেশ কিছু বিএনপি নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান ও পৌর ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভীসহ অসংখ্য নেতাকর্মীর বাড়িতে হয়রানিমূলক অভিযান চালানো হচ্ছে। ১৯ দলীয় জোট সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হবে না বলে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। গ্রেফতারি হয়রানি বন্ধ ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি করেন আব্দুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুরাদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলা আরজুমান বানু, উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক, সাবেক সভাপতি আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক, উপজেলা বিএনপি দফতর সম্পাদক সিরাজুল ইসলাম ও বামন্দী ইউপি বিএনপি সাধারণ সম্পাদক রাহিদ বিশ্বাসসহ নেতৃবৃন্দ।