কোটচাঁদপুর প্রতিনিধি: পুলিশের তালিকভূক্ত সন্ত্রাসী অমেদুল ইসলাম পেরেককে পুলিশ একটি সার্টারগানসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বলুহর সরকারি বাওড় এলাকায় অভিযান চালিয়ে অমেদুল ইসলামকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বলুহরে মইদুল মিয়ার পরিত্যক্ত ইটভাটা এলাকা থেকে দেশি তৈরী সার্টারগান উদ্ধার করে। গ্রেফতারকৃত অমেদুল ইসলাম পেরেক (৪৫) উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আলী বক্সের ছেলে।