স্টাফ রিপোর্টার: দু বছর পর আবার বাংলাদেশে এশিয়ার সেরা ক্রিকেট প্রতিযোগিতা এশিয়া কাপ। এশিয়ার ক্রিকেট-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তান। আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।