ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা কুমারী ফুটবলমাঠে শহীদ তালাত মাহমুদ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট টুর্নামেন্টে কলেজপাড়া একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে কুমারী চাষি ক্লাব ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ খেলা উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুমারী ইউপির সাবেক মেম্বার আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু। খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে ১টি খাসি ছাগল ও রানারআপ দলকে ১টি ভেড়া তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুমারী চাষি ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ সাজেদুল হক মুনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুজ্জামান, শহীদ পরিবারের সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম প্রমুখ।