স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত আসনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ৪ মার্চ। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই ৬ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ।
গতকাল রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফশিল ঘোষণা করেন। এ সময় সিইসি টাঙ্গাইল-৮ শূন্য আসনের উপ-নির্বাচনের সময় পরিবর্তন হয়েছে বলেন জানান তিনি। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হলেও রয়ে যায় সংরক্ষিত ৫০ নারী আসনে নির্বাচন। আর তা হতে যাচ্ছে ২৯ মার্চ। এ নির্বাচনের মাধ্যমে দশম সংসদ পূর্ণতা লাভ করবে। তফশিল ঘোষণা করে সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব জেসমিন টুলী, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মিহির মোর্শেদ সরওয়ার। পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম এবং শাহ জাহান। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নির্বাচন কমিশন সচিবালয়। সংসদ নির্বাচনের পর গত ৯ ফেব্রুয়ারি ইসির চাহিদামতে নির্বাচিত দলগুলো নিজেদের সংসদ সদস্যদের তালিকা, মহিলা আসনের নির্বাচন নিয়ে দলগুলোর জোট, দল এবং স্বতন্ত্র অবস্থান নির্বাচন কমিশনকে জানায়। তথ্য অনুযায়ী আওয়ামী লীগ পাঁচটি দল নিয়ে জোট করে। জাতীয় পার্টি একক এবং স্বতন্ত্র ১৬ জন সংসদ সদস্য একটি জোট করে। জোট এবং দলের সংসদ সদস্যের সংখ্যা অনুযায়ী আওয়ামী লীগ ৪১টি, জাতীয় পার্টি ৬টি এবং স্বতন্ত্র জোট ৩টি মহিলা আসন পাবে।