মোটরসাইকেলের ধাক্কায় দামুড়হুদা কলাবাড়ির বৃদ্ধ গুরুতর জখম

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা কলাবাড়ির বৃদ্ধ বাদশা মণ্ডল মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টায় কলাবাড়ি মিলন মহুরির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত বাদশা মণ্ডলকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাবাড়ি গ্রামের মৃত বাসী মণ্ডলের ছেলে বৃদ্ধ বাদশা মণ্ডল (৮০) গতকাল সকালে কলাবাড়ি বাজার থেকে ডিম কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি গ্রামের মিলন মহুরির বাড়ির কাছে পৌঁছুলে একই গ্রামের ইলিয়াস হোসেনের চলন্ত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। বাদশা মণ্ডল পড়ে গিয়ে গুরুতর জখম হন। তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।