মেহেরপুর কাঁঠালপোতা গ্রামে বোমা বিস্ফোরণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। গত শনিবার রাত ১১টার দিকে ওই গ্রামের রমজান আলীর বাড়ির সামনে বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমার উৎস ও বিস্ফোরণকারীদের বিষয়ে নিশ্চিত হতে পারেনি গ্রামবাসী। তারা ধারণা করছেন- গ্রামে আওয়ামী লীগ-বিএনপি দু পক্ষের মধ্যে বিরাজমান বিরোধের জের ধরে অথবা চাঁদার দাবিতে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।