মেহেরপুর অফিস: বিসিবি আয়োজিত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদরাসা ৮ ইউকেটে জয় লাভ করেছে।
গতকাল রোববার প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর কবি নজরুল শিক্ষামঞ্জিল মাধ্যমিক বিদ্যালয় ৪০ ওভার ৩ বলে ১৫১ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রাজা সর্বোচ্চ ৩৪ রান করে। দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদরাসার আসিফ ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদরাসা ২টি ইউকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাহাবুল সর্বোচ্চ ৫৮ রান করে।