মেহেরপুর অফিস: নিজের হলুদক্ষেতে কাজ করার সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আব্দুল কাদের (৬৯) নামের এক কৃষক। গতকাল রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা কারাগারের পূর্বপাশের মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল কাদের রাইপুর-খন্দকারপাড়ার মৃত ফড়ং শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, এদিন নিজের হলুদক্ষেতে কোদাল দিয়ে কোপানোর কাজ করছিলেন আব্দুল কাদের। ওই সময় ক্ষেতে পড়ে থাকা একটি বোমা কোদালের আঘাত লাগে। এতে বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।