ঝিনাইদহ অফিস: সিম, আলু, কপিসহ কাঁচা সবজির ভেতরে করে ঢাকায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ১৪ বোতল ফেনসিডিলসহ আতাউর রহমান (৩৫) নামের একজনকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম থানার সামনে থেকে কাঁচা সবজির মধ্যে ঢাকায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় গাজীপুরের টঙ্গী উপজেলার মুদাফা গ্রামের রকমত আলীর ছেলে আতাউর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।