দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোকতার হোসেন জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার এসকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে দৌলতপুর বিএনপির (বাচ্চু মোল্লা গ্রুপ) সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, দৌলতপুর বিএনপির (আলতাফ হোসেন গ্রুপ) মোহাম্মদ নুরুজ্জামান হাবলু মোল্লা, দৌলতপুর আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক রেজু, স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী (হানিফপন্থি) সমর্থিত ফিরোজ আল মামুন, দৌলতপুর জাসদের যুগ্মআহ্বায়ক শরিফুল কবীর স্বপন ও জাতীয় পার্টি (এরশাদ) আলী আকবর মনোনয়নপত্র দাখিন করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উল্লেখ্য আগামী ২৩ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।