ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মঙ্গল মিয়াকে গতকাল রোববার বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি গত শনিবার রাতে শ্বাস কষ্টজনিত কারণে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার জুলকার নায়ন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় জনতা। তিনি বৈডাঙ্গা গ্রামের মৃত মালু মিয়ার ছেলে।