ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ মজিদকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কর্যালয়ে হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির বর্ধিতসভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বর্ধিতসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি সভাপতি জিন্নাতুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল মালেক, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, মোজাম্মেল হক, জমির উদ্দীন মোল্লা, আবুল হাসান মাস্টার, কামাল হোসেন, আনিছুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ মজিদকে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। আগামী ২৩ মার্চ হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।