জীবননগর ব্যুরো: ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ দফায় ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার জীবননগর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- চেয়ারম্যান পদে জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, যুবলীগ নেতা সোহরাব বিশ্বাস, জেলা বিএনপির সহসভাপতি হাজি সাইদুর রহমান ধুন্দু, জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক পৌর চেয়ারম্যান বিএনপি নেতা মো. আশরাফুল ইসলাম, জীবননগর উপজেলা মহিলাদলের সভানেত্রী ফারহানা আক্তার রিনি ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. খলিলুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, স্বতন্ত্রপ্রার্থী সামসুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাজি মাও. মহিউদ্দীন, যুবদল নেতা আরিফুজ্জামান আরিফ ও উপজেলা বিএনপি একাংশের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান শিপলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সভানেত্রী আয়েশা সুলতানা লাকি, বিএনপি নেত্রী মাহফুজা পারভীন বিউটি, বিএনপি নেত্রী পেয়ারা বেগম, বিএনপি নেত্রী নার্গিস আক্তার ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী সামসুন নাহার মুক্তা। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।