চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণসভা : ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর হলেও চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পুলিশ লাইনের ডিলশেডে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান। সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার ৪ পুলিশ কর্মকর্তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর থানার এসআই রবিউল ইসলাম, আলমডাঙ্গা থানার এসআই আনিসুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই তকিবুর রহমান, জীবননগর থানার এএআই রফিকুল ইসলাম।