দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মশিউর রহমান নামের এক এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে এসএসসি (সাধারণ গণিত) পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল ওই ছাত্রকে নকলসহ আটক করেন এবং নকল করার অপরাধে তাকে বহিষ্কার করেন। সে দামুড়হুদা পাইলট মডেল হাইস্কুলের ছাত্র। তার রোল নং- ৩৫৩৫৬৪ এবং রেজিঃ নং- ১৭৯০৯২ বলে জানান কেন্দ্রপ্রধান অধ্যক্ষ নূর জাহান খাতুন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই সময় দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি পরিদর্শন করছিলেন।