গাংনী প্রতিনিধি: দাবিকৃত চাঁদা না পেয়ে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার মধ্যরাতে গাংনী উপজেলার দক্ষিণ ভরাটের মুহিত আলীর বাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটে।
গৃহকর্তা মুহিত জানান, বেশ কিছুদিন যাবত সন্ত্রাসীরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এ দাবি পরিশোধে অপারগতা প্রকাশ করায় বাড়ির গেট লক্ষ্য করে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এ বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, চাঁদাবাজদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।