কাঠগড়া থেকে ৪ আসামির পলায়ন

 

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলার আসামিদের জামিন বাতিল হওয়ায় ছাত্রলীগ কর্মী ৪ আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছে। গতকাল রোববার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বিএম নিজামুল হক জামিন বাতিল করলে কাঠগড়ায় দাঁড়ানো ওই ৪ আসামি আদালত থেকে পালিয়ে যায়। জামিন বাতিল হওয়া আসামিরা হলো- আশিকুর রহমান, রাশেদুল ইসলাম, খান মো. রফিক, মাহবুব আকরাম, ইশতিয়াক ও জাহিদুল ইসলাম। এর মধ্যে রাশেদুল ও জাহিদুল গত চার কার্য দিবস আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি আসামিদের জামিন বাতিল চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের পিপি রফিকুল ইসলাম। ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ ক্যাডাররা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।