আলমডাঙ্গা ব্যুরোঃ গোপন ভোটে আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে পারুলা খাতুন রাবেয়া চূড়ান্ত হয়েছেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে বিএনপির একাধিক ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকায় একক দলীয় প্রার্থী ঘোষণার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। এ জটিলতা শেষ পর্যন্ত গোপন ভোটাভোটি পর্যন্ত গড়ায়। গতকাল উপজেলা ও পৌরসভার সকল ওয়ার্ডের ৪৮ জন নেতা গোপন ভোটে অংশ নেন। সর্বাধিক ২৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু এবং ২৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় চূড়ান্ত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মহিলা দলনেত্রী পারুলা খাতুন রাবেয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর ভারপ্রাপ্ত সভাপতি ইস্রাফ হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, সহসভাপতি আ. জব্বার, হাজি ইফতেখারুজ্জামান, মহিনুল ইসলাম, মাগরিবুর রহমান, মিল্টন মল্লিক, ওহিদুল ইসলাম, গোলাম হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ।
অপরদিকে, আলমডাঙ্গা উপজেলা নিবার্চনে গতকাল রোববার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন লাড্ডু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মধু উপজেলার কামালপুর, ইসলামপুর, শ্যামপুর, দুর্লভপুর, নতিডাঙ্গা, সনাতনপুর, বাড়াদী, জেহালা ও বণ্ডবিলগেটসহ বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইলিয়াছ আহমেদ সিদ্দিকী, বিল্লাল মেম্বার, বাবুল মিয়া, রাজন মিয়া, দুদু, সাহিবুর, শরিফ, আরিফ, সুকচান, বিদ্যুত, মামুন মণ্ডল, নাসির উদ্দিন প্রমুখ।
অপরদিকে, আলমডাঙ্গা উপজেলা পরিষদ নিবার্চনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ হুসাইন টিপু, ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. আহাম্মদ জালাল ও মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা খাতুনের পক্ষে বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নাগদাহ ইউনিয়নের খেজুরতলা, জাহাপুর, জোড়গাছা, বলিয়ারপুর, দমদমা, নাগদাহ, বারোঘোরিয়া, পাইকপাড়া, আইলহাস, শিশিরদাড়ি, বাগুন্দা, হাড়োকান্দি, বলেশ্বরপুর, ঘোলদাড়ি, সোনাতনপুর টাকপাড়া, কামালপুর, নওদা দুর্গাপুর, কুমারীবাজার, শ্যামপুরবাজার ও হাড়গাড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাংবাড়িয়ার আমীর মনিরুদ্দিন, হাসান সাইফুল, বিল্লাল মেম্বার, ডা. নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আলমডাঙ্গা উপজেলা নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সাহিদা বেগম গতকাল গণসংযোগ করেছেন। বাড়াদী ইউনিয়নের কাঠাভাঙ্গা, পোলতাডাঙ্গা, বাড়াদী, উদয়পুর, মোড়ভাঙ্গা, কেমবপুর, দাসপাড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময়সহ ভোট ও দোয়া কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন আকলিমা খাতুন, ফরিদা পারভীন, নাজিরা পারভীন, ববিতা খাতুন, নিহারন নেছা, আশরাফুল রশীদ মন্টু, শিমুর, সাহাবুর, জহুরুর ইসলাম প্রমুখ।