স্টাফ রিপোর্টার: টেস্ট, টি-টোয়েন্টি আর ওয়ানডে-শ্রীলঙ্কার কাছে তিন ফরম্যাটেই সিরিজ হারার পর শেষ ওয়ানডেটি ছিলো মান বাঁচানোর লড়াই। আর তাতেও ৬ উইকেটে পরাস্ত হয়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়লো বাংলাদেশ। গতকাল শনিবার ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের করা ২৪০ রান কুশাল পেরেরার প্রথম শতকের সুবাদে ১৫ বল বাকি থাকতেই টপকে যায় শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে (১৮) ও কিথুরুয়ান ভিথানাগেকে (৯) দ্রুত ফিরিয়ে বোলিঙে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুরুতে স্বচ্ছন্দ্য থাকলেও শেষের দিকে অতিথি বোলারদের আঁটোসাটো বোলিংয়ে রানের জন্য রীতিমত লড়াই করতে হয়েছে নাঈম-নাসিরকে। ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারে মাত্র ২৩ রান যোগ করেন এ দু’জনে। ৪০ তম ওভারের শেষ বলে নাঈমকেও (৩২) হারায় বাংলাদেশ। রানের গতি বাড়াতে গিয়ে ৪৫তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেনের বিদায়ে আর বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। সুরঙ্গা লাকমলের বলে লংঅনে ক্যাচ দেন মাহমুদুল্লাহ (৫)। নাসির (৩৮) ধরা পড়েন মিডউইকেটে।সেখান থেকে স্বাগতিকদের সংগ্রহ আড়াইশ’র কাছাকাছি নেয়ার কৃতিত্ব সোহাগ গাজীর। থিসারা পেরেরার করা ৪৯তম ওভারের পঞ্চম বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৩ রান করেন তিনি। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ধাম্মিকা।