জীবননগর ব্যুরো: মোটরসাইকেল ছিনতাই মামলায় জীবননগর বৈদ্যনাথপুরের আলী মোর্তুজা ঠাণ্ডুকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে জীবননগর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ঠাণ্ডু বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি মেম্বার আব্দুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরের আব্দুর রহমানের ছেলে আলী মোর্তুজা ঠাণ্ডুর বিরুদ্ধে থানায় মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা রয়েছে। গত বছর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে এসআই আবুল হাশেম ও এএসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়।