মেহেরপুর অফিস: বিসিবি আয়োজিত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩০ রানে জয়লাভ করেছে।
গতকাল শনিবার প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩৩ ওভার ২ বলে ১৯৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আজমাইন সর্বোচ্চ ২৯ রান করে। গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শামীম ৪টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩২ ওভার ৩ বলে ১৬৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আপন সর্বোচ্চ ৪৪ রান করে। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের নাঈম ও শামীম ৪টি করে উইকেট লাভ করে।