মেহেরপুর অফিস: মেহেরপুর বড়বাজার টিএন্ডটিপাড়ায় অবস্থিত কিডস ওয়ার্ল্ড বিদ্যালয়ের উদ্যোগে কিডস ওয়ান্ড প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, নবীন ছাত্র-ছাত্রীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন- সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মনিরুল ইসলাম এবং গাংনী কলেজের সহকারী অধ্যাপক এনামুল আজিম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।