স্টাফ রিপোর্টার: বিয়ের মাস না যেতেই মরতে বসেছে বাল্যবিয়ের শিকার দম্পতি আসমা ও সোহাগ। তাদেরকে গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোমল পানীয়র সাথে মিশিয়ে নববধূ আসমা নিজে বিষ খেয়ে স্বামী সোহাগকেও বিষ খাওয়ায়। পরে মুমূর্ষু তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। নববধূ আসমার অবস্থা গুরুতর বলে হাসপাতালসূত্রে জানা যায়।
গ্রামসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর বাগানপাড়ার আব্দুল মজিদের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী আসমার মতের বিরুদ্ধেই গত ৩১ জানুয়ারি বিয়ে দেয়া হয় একই উপজেলার মদনা মাঝের পাড়ার এমদাদুল হকের ছেলে সোহাগের সাথে। বিয়ের সময় কথা ছিলো আসমার লেখাপড়া চলবে। কিন্তু বিয়ের পর তার লেখাপড়া করতে দিতে চায় না স্বামী পক্ষের লোকজন। এ নিয়ে তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার স্বামীর বাড়িতেই ছিলো আসমা। রাত ১০টার দিকে কোমল পানীয়র সাথে বিষ মিশিয়ে নিজে খায় এবং স্বামীকে খাওয়ায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদেরকে গতরাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আসমার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালসূত্রে জানা গেছে।