স্টাফ রিপোর্টার: দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের ধারে গোবিন্দহুদার গলাইদড়ির মাঠ নামক স্থানে অবৈধভাবে সরকারি খাসজমি কেটে বালি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ফলে ওই সড়কটি বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় সরকারি খাসজমি কেটে শ শ ট্রাক বালি উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করছেন বলেও মন্তব্য করছে এলাকাবাসী। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।