দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদক চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা ১৩৮ বোতল ফেনসিডিল, মদ ও সাড়ে ৬ লাখ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করেন। এ সময় ঈশ্বরচন্দ্রপুরের সজল নামের এক যুবককে ফেনসিডিলসহ আটক করা হয়।
জানা গেছে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্প হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান নিমতলা সীমান্ত মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠে ধাওয়া করে দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর দক্ষিণপাড়ার ফিরোজ আলীর ছেলে সজলকে (২২) আটক করেন। আটককৃত সজলের দেহ তল্লাশি চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় হাবিলদার তোতা মিয়া বাদী হয়ে গতকালই আটককৃত সজলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সকালের দিকে বিজিবির একই দল চোরাচালান বিরোধী অভিযান চালায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর হালদারপাড়া মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠে চোরাচালানীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যাওয়া। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে মদ, ওষুধ, টিভি ও ঘড়ির পার্টস।