অচিরেই চুয়াডাঙ্গাকে নান্দনিক ও ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলা হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় ফুলেল পাহাড় চাপায় আর নগরবাসীর বিরোচিত শ্রদ্ধা আর ভালোবাসার সংবর্ধনায় সিক্ত হলেন ১০ম জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
গতকাল শনিবার সকাল ১০টা বাজার আগেই চুয়াডাঙ্গা পৌরসভার সামনে থেকে জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত শহীদ আবুল কাশেম সড়কের দু ধার রকমারি ফুল, রঙিন বেলুন, পোস্টার, ফেস্টুন পতাকা আর প্লাকার্ডে সুসজ্জ্বিতভাবে সাজানো ছিলো। সড়কের দু পাশে বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুলের ডালি নিয়ে দাঁড়িয়ে ছিলেন হুইপকে ফুলেল শুভেচ্ছা প্রদানের জন্য। পৌরসভার সামনে মনোমুগ্ধকর বেলুন গেটে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন পৌরসভার নাগরিকদের পক্ষে হুইপকে বরণের জন্য বরণডালি সাজিয়ে অপেক্ষা করছেন। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল সাড়ে ১০টার কিছু বেশি। হঠাত বেজে উঠলো পুলিশের গাড়ির সাইরেন। পুলিশের গাড়ির পেছনে পতাকাবাহী গাড়ি থেকে দেহরক্ষী ও ব্যক্তিগত সহকারীসহ সরকারি গাড়ি থেকে পৌরসভা মোড়ে নামলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার। সাথে সাথে ব্যান্ডদলের বাদ্যের তালে তালে পৌরসভার সামনে বিশেষভাবে নির্মিত বেলুন ফটকের সামনে পৌঁছুলেন হুইপ। কাল বিলম্ব না করে নগরবাসীর পক্ষে হুইপকে ফুল দিয়ে বরণ করে নিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এরপর সড়কের পাশে পূর্ব থেকে অপেক্ষমাণ বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতে করতে মূল সংবর্ধনা স্থান জেলা শিল্পকলা একাডেমী চত্বরের দিকে এগোতে থাকেন হুইপ। এ সময় সাথে ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়রসহ পৌর কাউন্সিলরদের মানব বেষ্টনি। জেলা শিল্পকলার মূল ফটকে আবারো চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে পৌর কাউন্সিলরবৃন্দ হুইপকে বরণ করে মূল সংবর্ধনা স্থানে স্বাগত জানান। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে পৌঁছে হুইপ জাতীয় পতাকা ও চুয়াডাঙ্গা পৌর মেয়র পৌরসভার পতাকা উত্তোলন করেন। বিএনসিসির একটি চৌকস দলের গার্ড অফ অনারও প্রদান করা হয় হুইপকে। এরপর পতাকা মঞ্চে দাঁড়িয়ে হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ৫২ বছরের সংখ্যা অনুযায়ী একসাথে ৫২টি গ্যাস বেলুন উড্ডয়নের মাধ্যমে জেলাবাসীকে যেন বেলুনের মতো কল্পনায় অবগাহন করে উচ্চে তুলে ধরলেন। এরপর খুলনা বিভাগের সর্বপ্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার প্রথম ভিসি ড. এম ওবায়দুল ইসলাম জোয়ার্দ্দারকে সাথে নিয়ে সংবর্ধনা মঞ্চে হাজির হন। এ সময় মঞ্চে যোগ দেন সংবর্ধনা অনুষ্ঠানের মূল রূপকার সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক। এ সময় উপস্থাপনার দায়িত্বে থাকা চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফের উপমামূলক বিভিন্ন কথোপকথন আর কবিতা গুচ্ছমালায় মূল অনুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে। পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত, বাইবেল ও গীতা থেকে ধর্মীয় বাক্য পাঠান্তে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুত্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা শেষে মূল পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে সাংবাদিক জেড আলমের মানপত্র পাঠের মধ্যদিয়ে। এরপর বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন- শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষে দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে জাহাঙ্গীর আলম মান্নান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমএম শাহজাহান মুকুল, এনজিওদের পক্ষে ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার পক্ষে চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা মহিলা সংস্থার পক্ষে নুরুন্নাহার কাকলী ও নারী সমাজের পক্ষে কোহিনুর বেগম। এরপর চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সর্বপ্রথম হুইপকে স্মারক ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শুরু হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে নাগরিক সংবর্ধনায় হুইপকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে বিভিন্ন সংগঠন। এদের মধ্যে জেলা শিল্প ও বণিক সমিতি, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতি, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, রাইফেল ক্লাব, চুয়াডাঙ্গা টেনিস ক্লাব, চুয়াডাঙ্গা জেলা ফুটবল রেফারি সমিতি, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ফুটবল একাডেমী, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমী, চুয়াডাঙ্গা পাইনক্লাব, চুয়াডাঙ্গা জিমনেসিয়াম, বাংলাদেশ আম্পায়ার অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমী, চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমী, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চুয়াডাঙ্গা শাখা, নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি, চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী, চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী, চুয়াডাঙ্গা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ, ওয়েভ ফাউন্ডেশন, আত্মবিশ্বাস, জনকল্যাণ সংস্থা, জেলা লোকমোর্চা, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েসন, মো. ইউনুসুর রহমান মালিক (বিশিষ্ট ব্যবসায়ী), জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা, মৎস্যশ্রমিক ইউনিয়ন, জেলা রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়ন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জুয়েলারি সমিতি, জেলা ট্রাকমালিক সমিতি, চুয়াডাঙ্গা পৌর পরিষদের সকল কাউন্সিলর, জেলা পরিবার পরিকল্পনা, সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশন, সমাজসেবা কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, মহিলা দাখিল মাদরাসা, চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, ১১ নং বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেদারগঞ্জ মডেল চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, সিডিএফ, প্রত্যাশা, রিসো, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট, পল্লী উন্নয়ন সংস্থা, চুয়াডাঙ্গা নবগঙ্গা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক অ্যামপ্লীয়জ ইউনিয়ন বি-২০২, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবিএল, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সাতগাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি তার বক্তব্যে সকলের সহযোগিতা থাকলে জেলার সার্বিক উন্নয়নে ও জেলাবাসীর যেকোনো ভালো কাজে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ছেলেমেয়েদের পাঠ্যাভ্যাস গঠনের জন্য আমি একটি উন্নত পাঠাগারের ব্যবস্থা করেছি। এ অঞ্চলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রসারের জন্য ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছি। স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বিকশিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে ২৫০ শয্যা উন্নীত করা হয়েছে। যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং খেলাধুলার মানোন্নয়নে আধুনিক স্টেডিয়াম তৈরি করেছি। এছাড়া দেশ স্বাধীনের পরবর্তীতে অবহেলিত চুয়াডাঙ্গার রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন সেক্টরে গত ৫ বছরের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আমার এলাকার ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এবার এমপিওভুক্তির চেষ্টা করবো।
হুইপ আরো বলেন, চুয়াডাঙ্গাবাসী গত ৫ বছর সকল উন্নয়ন কাজে আমাকে যেভাবে সহযোগিতা করে এসেছেন একই সহযোগিতা অব্যাহত থাকলে আমি চুয়াডাঙ্গা জেলাকে নান্দনিক ও ডিজিটাল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবো। প্রথমপর্বে সমাপনী বক্তব্য প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠনের সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা আবৃত্তি পরিষদ ও সরকারি শিশু পরিবারের পরিবেশনায় লোকনৃত্য অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে ও সাংবাদিক রিচার্ড রহমান এবং জেড আলমের সাজসজ্জায় নাগরিক সংবর্ধনাটি সফলভাবে সম্পন্ন হয়।