আলমডাঙ্গা ব্যুরো: হাইকোর্টের আদেশ পেয়ে গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ অবৈধযান উচ্ছেদ অভিযানে নামে। এ সময় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭টি আলমসাধু আটক করে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে ৭টি আলমসাধু আটক করে। এ সময় চুয়াডাঙ্গা ইসলামপাড়ার জাকির হোসেনের ছেলে ফিরোজ, এনায়েতপুরের নবিছদ্দিনের ছেলে শামছুল, চুয়াডাঙ্গা বালিয়াকান্দির আব্দুল আহাদের ছেলে নাজমুল হক, গোবিন্দপুরের মৃত খলিলের ছেলে আতিয়ার ও ভদুয়া গ্রামের রহমানের ছেলে জিয়ারুলের আলমসাধু আটক করা হয়। অভিযানকালে দুটি আলমসাধু রেখে পালিয়ে যায় চালক। অভিযান পরিচালনা করেন এসআই বারেক ও এসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।