আমঝুপির শিক্ষামেলায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী

এরকম আয়োজনের মাধ্যমে শিশুদের উৎসাহিত করতে হবে

 

আমঝুপি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তিনদিনব্যাপি শিক্ষামেলার ২য় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। তিনি তার বক্তৃতায় বলেন, প্রতিটি ইউনিয়নে শিক্ষামেলা আয়োজনের মাধ্যমে শিশুদেরকে উৎসাহিত করতে হবে। তিনি বলেন এ ধরনের মেলার মাধ্যমে শিশুরা শিক্ষা উপকরণের সাথে পরিচিতি লাভ করাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের সামর্থ্য হবে। কমিউনিটি অ্যাডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় মউক কর্তৃক আয়োজিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিষয়ক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কারাগারের জেলার এনায়েত উল্লা, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক বিশিষ্টি ছড়াকার আহাদ আলী মোল্লা, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আলামীন হোসেন ও উপজেলা লোকমোর্চার সভাপতি আ. হান্নান মাস্টার। বিশেষ অতিথি আহাদ আলী মোল্লা তার বক্তৃতায় বলেন, হতদরিদ্র শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন শিশুদেরকে তাদের জ্ঞানের মাধ্যমে আরো বিকশিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। শিশুদের বাল্যবিয়ে প্রতিরোধ করা না গেলে বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধ করা সম্ভব হবে না। এজন্য প্রশাসন, কমিউনিটি, অভিভাবক, জিও, এনজিও সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষা মেলায় আমঝুপি ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সেভ দ্য চিলড্রেন, ইম্প্যাক্ট ফাউন্ডেশন, সুবাহ সামাজিক সংগঠন, উপজেলা কৃষি অফিস, আমঝুপি আলিম মাদরাসা ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পৃথকভাবে স্টল দিয়ে শিক্ষা সহায়ক উপকরণ প্রদর্শন করছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।