মেহেরপুর প্রথম বিভাগ ক্রিকেট লিগে বিশ্বাস ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল খেলায় বিশ্বাস ক্রীড়াচক্র ৭ উইকেটে মেহেরপুর ভেনাস স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর ভেনাস স্পোর্টিং ক্লাব ৩৫ ওভারে ১২০ করে সবাই আউট হয়েছে। দলের পক্ষে সোহেল সর্বোচ্চ ৪৪ রান করেন। বিশ্বাস ক্রীড়াচক্রের মামুন, ইমরান ও প্রকাশ ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বিশ্বাস ক্রীড়া চক্র ১৯ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১২১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিশ্বাস ক্রীড়া চক্রের সপ্পু সর্বোচ্চ ৫২ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।