দর্শনা অফিস: দামুড়হুদার সাড়াবাড়িয়া গ্রামের অভিযুক্ত প্রতারক ইউসুফ আলী প্রতিবেশী মহেজ উদ্দিনকে ঘায়েল করতে কৌশলে শাদা স্ট্যাম্পে টিপ সই করিয়ে নিয়েছে। ইউসুফের বিরুদ্ধে থানায় নালিশ করেছেন মহেজ উদ্দিনের ছেলে শহিদুল। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের লিখিত অভিযোগে বলা হয়েছে, কয়েকদিন আগে অসুস্থতার কারণে মহেজ উদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দামুড়হুদার চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি থাকতে হলে স্ট্যাম্পে সই করতে হয় বলে একই গ্রামের মওলা শাহ’র ছেলে ইউসুফ আলী শাদা স্ট্যাম্পে মহেজ উদ্দিনের টিপ সই করিয়ে নেয়। স্ট্যাম্পে সই করার কথা ছেলেরা জেনে হতাশ হয়েছে। কোনো অসৎ উদ্দেশে প্রতারক ইউসুফ তার পিতাকে দিয়ে স্ট্যাম্পে সই করিয়েছে বলে ধারণা করেছে ছেলেরা। এ বিষয়ে গ্রামে কয়েক দফা সালিস বসলেও হয়নি কোনো সুরহা। অবশেষে ইউসুফ আলীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ করেছেন শহিদুল ইসলাম।