জীবননগর ব্যুরো: গতকাল শুক্রবার রাতে জীবননগর শহরের মুন্সী মার্কেট প্রাঙ্গণে জ্যাকি মটরস দ্বৈত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনালে রমিজ-লিমন জুটি ২-০ সেটে বিদ্যুৎ-নাহিদ জুটিকে ও সাজেদুর রহমান-এম আর বাবু জুটি ২-১ সেটে পিংকু-খাইরুল জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামী সোমবার এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ডিসকভারি ক্যাবল নেটওয়ার্ক ফাইনাল খেলাটি সরাসরি ডিশে সম্প্রচার করবে।
গতকালের সেমিফাইনালে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আমাবুল হক, দৌলৎগঞ্জ বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, জীবননগর কেন্দ্রীয় ঈদগার সাধারণ সম্পাদক আ. সালাম ইসা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন, খেলার স্পন্সর জ্যাকি মটরের ব্যবস্থাপনা পরিচালক আশাবুর রহমান পলাশ এ সময় অতিথি ও খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান। উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বিদ্যুৎ-নাহিদ জুটি ২-০ সেটে সবুর-খালিদ জুটিকে, পিংকু-খাইরুল জুটি ২-১ সেটে বাবলু-পলাশ জুটিকে ও রমিজ-লিমন জুটি ২-০ সেটে ইসা-খোকন জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। খেলাটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ। তাকে সহযোগিতা করেন শরিফুল আলম রিপন ও জালালউদ্দিন।