জীবননগর ব্যুরো: মহাসড়কে নসিমন, করিমন, আলমসাধুসহ শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান না চালানোর অঙ্গীকার করেছেন মালিক ও চালকেরা। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান ও ওসি শিকদার মশিউর রহমান গতকাল শুক্রবার থানায় নসিমন, করিমন ও আলমসাধুচালক এবং মালিকদের সাথে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, জীবননগর উপজেলার সড়কগুলোতে ব্যাপকহারে অবৈধযান চলাচল বৃদ্ধি পেয়েছে। এর ফলে অহরহ যেমন ঘটছে দুর্ঘটনা তেমনি দেখা দিয়েছে যানজট। এ অবস্থায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান ও ওসি শিকদার মশিউর রহমান উদ্যোগ গ্রহণ করেন। গতকাল অবৈধযান মালিক ও চালকদের থানায় আসার জন্য আহ্বান জানানো হয়। প্রশাসনের সাথে ফলপ্রসু আলোচনার পর অবৈধযান মালিকরা এখন থেকে সড়কে নসিমন, করিমন ও আলমসাধু না চালিয়ে গ্রামীণ সড়কে চালাবেন বলে অঙ্গীকার করেন।