জীবননগরে গাড়ি পোড়ানো মামলায় একজন গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগরে গাড়ি পোড়ানো ও নাশকতামূলক কর্মকাণ্ড নাজমুল হুসাইনকে (২৬) গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার উথলী  থেকে নাজমুল তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

থানাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে এএসআই সিরাজ অভিযান চালিয়ে উথলী আমতলা গ্রামের মজিবুর রহমানের ছেলে নাজমুল হুসাইনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাজমুল ২০১২ সালে উথলীতে বাস পোড়ানো মালমার আসামি বলে জানা গেছে। গ্রেফতারকৃত নাজমুলকে গতকাল শুক্রবার কোর্টহাজতে পাঠানো হয়েছে।

ছবি সংযুক্ত:-আটক নাজমুল হুসাইন।