স্টাফ রিপোর্টার: দেশের মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ঠিক আছে কি না, তা যাচাই করতে জাতীয় পরিচয়পত্রের সার্ভার ব্যবহারের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসি সূত্র জানায়, সম্প্রতি মোবাইলফোন অপারেটরদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে জানায় মন্ত্রণালয় ও বিটিআরসি। পরে নির্বাচন কমিশন অপারেটরদের কমিশনের সার্ভার ব্যবহারের অনুমতি দেয়। বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সংযোগ নেয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি দেয়ার বাধ্যবাধকতা না থাকায় অনেকে সংযোগ নেয়ার ক্ষেত্রে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছেন। মোবাইলফোন অপারেটরদের কাছে এটি যাচাই করার ব্যবস্থা না থাকায় তারাও ভুয়া পরিচয়পত্র যাচাই করতে পারছিলো না। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন মোবাইলফোন অপারেটর ব্যবহার করে অবৈধ কলের সংখ্যাও বাড়ছে। এসব সমস্যা এড়াতে অপারেটররা অনেকদিন ধরে পরিচয়পত্র যাচাই করার সুবিধা চেয়ে বিটিআরসির কাছে আবেদন জানিয়ে আসছিলো। এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান সুনিল কান্তি বোস জানান, বাংলাদেশে দৈনিক গড়ে বিদেশ থেকে সাড়ে চার কোটি মিনিট বৈধ কল আসছে। অবৈধ কলের সংখ্যা কমানো গেলে বৈধ কলের সংখ্যা দৈনিক ৮কোটি মিনিটে উন্নীত করা সম্ভব। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সুযোগ থাকবে না। অপরাধ কমে আসবে। অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে।