গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের বিএনপির কয়েক সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে ইশারত আলী ও ইকরামুলের নেতৃত্বে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের হাতে হাত দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান মকবুল হোসেন। সাহারবাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সহসভাপতি আমজাদ হোসেনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ মোহন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা মমতাজ কাকলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্মসম্পাদক মজিরুল ইসলাম ও পৌর যুবলীগের সভাপতি রাহিবুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।