দর্শনা অফিস: কেরুজ চিনিকলের আখভর্তি ট্রলি ভেঙে দর্শনা-মুজিবনগর সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার ভোরে মিলের একটি ট্রাক্টর আখ ক্রয়কেন্দ্র থেকে আখভর্তি দুটি ট্রলি নিয়ে আসছিলো চিনিকলে। দর্শনা-মুজিবনগর সড়কের জিয়া গেট নামকস্থানে পৌঁছুলে একটি ট্রলি থেকে চাকা খুলে যায়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ট্রলি মেরামতে বেশ কয়ক ঘণ্টা সময় লাগে। এ সময় ব্যস্ততম দর্শনা-মুজিবনগর সড়কে আখভর্তি ট্রলির কারণে অবরুদ্ধ হয়ে পড়ে।