মাথাভাঙ্গা মনিটর: ভেনেজুয়েলায় রাজনৈতিক সহিংসতার শিকার হলেন বিউটি কুইন জেনেসিস কারমোন। চলমান সরকার বিরোধীদের আন্দোলনের মধ্যে গত বুধবার গুলিতে নিহত হন ২২ বছর বয়সী এ তরুণী। এ নিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে সরকারবিরোধী আন্দোলনে পাঁচজন নিহত হলেন। মঙ্গলবার ভেনেজুয়েলায় সরকারবিরোধী আন্দোলনের শুরু হয়। সে আন্দোলনে অংশগ্রহণ করেন জেনেসিস কারমোন। দেশব্যাপী ওই আন্দোলন চলাকালে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তিনি মারা যান। ভেনেজুয়েলার এক সংবাদপত্রের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, কারাবোবো শহরের ভ্যালেনসিয়ার রাস্তায় বিক্ষোভকালে তিনি গুলিবিদ্ধ হন। মিস. কারাবোবো অর্গানাইজেশনের ফেসবুক পেইজেও তার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। ২১ বছর বয়সে মিস ট্যুরিজম কারাবোবো- ২০১৩ নির্বাচিত হন কারমোনা। তিনি সোশ্যাল সায়েন্সে ইউনিট্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছিলেন। তাছাড়া তিনি একজন ছিলেন প্রফেশনাল মডেল।