দৌলতপুরে ৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মোকতার হোসেন জানান, তার কার্যালয় থেকে বৃহস্পতিবার উপজেলা বিএনপি (আলতাফ গ্র“পের) চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ও বর্তমান ভাইস চেয়ারম্যান আলী আকবর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে আওয়ামী লীগের (হানিফ গ্র“প) ছাদেকুজ্জামান সুমন ও উপজেলা জাসদের যুগ্মআহ্বায়ক শরিফুল কবীর স্বপন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।