স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পলাশপাড়ায় পারিবারিক মারামারিতে ভাই-বোন ও ভাগ্নে আহত হয়েছে। গতরাত সাড়ে ১০টার দিকে পলাশপাড়ার খন্দকার বাড়িতে মারামারির ঘটনা ঘটে। আহত ভাই ফরিদ খন্দকার ও বোন শাহীন সুলতানা মিলিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থী উৎস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
জানা গেছে, মৃত খন্দকার আবুল হোসনের দু ছেলে খন্দকার আবু মোহাম্মদ ফিরোজ ও ফরিদ খন্দকার। দু ভাইয়ের মধে জমিজমা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতরাতে ফরিদ রাত ১০টার দিকে বাড়ি ফিরে বড় ভাইকে দোতলায় তালাবদ্ধ করে অবরুদ্ধ করে জমি ভাগাভাগির দাবি তোলে। বোন শাহীন সুলতানা মিলি এগিয়ে গেলে তাকে পিটিয়ে আহত করে ফরিদ। এ সময় মিলির ছেলে এসএসসি পরীক্ষার্থী উৎস ছুটে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মামা ফরিদের মাথায় কোপ মারে। রক্তাক্ত জখম হন ফরিদ। ফরিদের আঘাতে ভাগ্নে উৎসও আহত হয়। তিনজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। উৎস বাড়ি ফিরলেও অপর দুজনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।