গাংনী প্রতিনিধি: আসন্ন গাংনী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জেলা যুবলীগের সদস্য আবুল কালাম। সমর্থন দিলেন দলীয় প্রার্থী আহসান উল্লাহ মোহনকে। আগামীদিনের রাজনীতি ও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত বলে জানান আবুল কালাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে আয়োজিত কর্মীসভায় তিনি এ ঘোষণা দেন। আহসান উল্লাহ মোহন তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। দলীয় তিন প্রার্থীর বিজয়ের জন্য কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আবুল কালাম। জেলা যুবলীগের সহসভাপতি আমজাদ হোসেনের পরিচালনায় কালামকে ফুলের মালা দিয়ে বরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, পৌরমেয়র আহম্মেদ আলী, চেয়ারম্যান প্রার্থী মকলেছুর রহমান মুকুল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা মমতাজ কাকলীসহ নেতৃবৃন্দ।