কুষ্টিয়া ও পাবনায় শহীদ মিনার ভাঙচুর

 

স্টাফ রিপোর্টার: জাতীয় শহীদ দিবসের আগের দিন কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার চাটমোহর উপজেলায় শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার মধ্যরাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও চাটমোহর উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার জানান, ১৯৬৮ সালে শহীদ মিনারটি অস্থায়ীভাবে তৈরি করা হলেও ১৯৭১ সালে সেটিকে স্থায়ী রূপ দেয়া হয়। বুধবার রাতে স্কুলের নৈশপ্রহরী শামসুলকে বেঁধে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তারা শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভেঙে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। বেলাল হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এদিকে পাবনার চাটমোহর উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, বুধবার রাত ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙে দিয়ে যায়। এ সময় স্কুলের নৈশপ্রহরী টের পেয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলে গিয়ে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।