মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেইনে চলমান বিক্ষোভ-সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ও বিরোধী নেতাদের যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে দিয়ে রাজধানী কিয়েভে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে নতুন করে অন্তত ২১ জন নিহত হয়। স্থানীয় গণমাধ্যম এ সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য বলে জানানো হয়েছে প্রেসিডেন্টের এক বিবৃতিতে। ইনডিপেনডেন্স স্কয়ারের ময়দান এলাকার দখল নিতে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। টিভি ফুটেজে বিক্ষোভকারীদেরকে মারমুখী হয়ে পুলিশের বাধা ডিঙিয়ে সামনে এগুতে দেখা যায়। ইনডিপেনডেন্স স্কয়ারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট ভবন সংলগ্ন এলাকা পুনর্দখলের চেষ্টা চালায় তারা। রয়টার্সের এক ফটো সাংবাদিক এ স্কয়ারের তিনটি জায়গায় ২১ টি লাশ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। দাঙ্গা পুলিশ মঙ্গলবার ইনডিপেনডেন্স স্কয়ারের ওই এলাকাটি দখল করে। সেই থেকে চলমান সহিংসতায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৫১ জনে। এর মধ্যে অন্তত ১২ জন পুলিশ।