সবাইকে শিক্ষিত হয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে
সদরুল নিপুল/অনিক সাইফুল: লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। মাদককে না বলি, লেখাপড়া শিখে সুন্দর জীবন গড়তে হবে। যে জাতি যতো বেশি শিক্ষিত হবে সে জাতি ততো বেশি উন্নতি করবে। সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর মানচিত্রে শিক্ষার হার শতভাগ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে। উপরোক্ত কথাগুলো বলেন, হাজি সাহেদুজ্জামান টরিক। গতকাল বৃহস্পতিবার পাঁচকমলাপুর-আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তি ও এসএসসি এবং এইচএসসি কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে উপরোক্ত কথাগুলো বলেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি ও এসএসসি এবং এইচএসসি কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঁচকমলাপুর- আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাঁচকমলাপুর হাফেজিয়া কাওমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজি শামসুজ্জোহার দ্বিতীয় পুত্র সিঙ্গাপুর প্রবাসী হাজি সাহেদুজ্জামান টরিক। প্রধান অতিথি কৃতী ছাত্র-ছাত্রীদের প্রতিমাসে আর্থিক অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথি আরও বলেন, ২০১৪ সালের ভেতর নতুন বিল্ডিং নির্মাণের জন্য সরকারি অনুদান যদি না আসে তাহলে আমি ২০১৫ সালে নতুন বিল্ডিং নির্মাণের জন্য ৫৪ লাখ টাকা দেব। ইকবাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেক চেয়ারম্যান হাবীবুর রহমান, গোকুলখালী কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, বিক সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীন প্রমুখ। এ সময় হাজি টরিক তার পক্ষ থেকে প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে প্রদান করেন।