স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকা মূল্যের সাড়ে ৪ কেজি সোনাসহ বাংলাদেশ বিমানের একজন পরিচ্ছন্নকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা সোনাসহ পরিচ্ছন্নকর্মী জয়নাল আবেদীনকে আটক করেন।
জানা যায়, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে দায়িত্ব পালন শেষে বেরিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের আপ্রন এলাকায় জয়নাল আবেদীনের শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার জুতোর তলায় লুকিয়ে রাখা ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৪ কেজি। এর মূল্য প্রায় ২ কোটি টাকা।