চুয়াডাঙ্গার বেগমপুরে দর্শনা বিজিবির অভিযান
মাইক্রোবাসভর্তি ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার
দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুরের চিলমারিপাড়ায় দর্শনা বিজিবি সদস্যরা মাদককারবারীচক্রকে প্রতিরোধে পরপর দু রাউন্ড গুলিবর্ষণ করেন। বিজিবির গুলিতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মাইক্রোবাসভর্তি ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর চিলমারিপাড়ার আমিন উদ্দিনের ছেলে এলাকার চিহ্নিত মাদককারবারী ছোট বাবুর বাড়ির সামনে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-চ-১৩-১৯৮৬) অভিনব কৌশলে ফেনসিডিল রয়েছে। নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্প নায়েক মমতাজ উদ্দিন ও ল্যান্স নায়েক রাসেল সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান চিলমারিপাড়ায়। সূত্র বলেছে, মাইক্রোবাসে ফেনসিডিল সেটিং শেষে বাবুর বাড়িতে খাওয়া-দাওয়া করছিলো মাদককারবারীরা। এক পর্যায়ে চালক মাইক্রোবাসে চড়ে বসলে বিজিবি সদস্যরা ঘিরে ফেলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ১৫/১৬ জনের সশস্ত্র মাদককারবারীচক্র বিজিবির ওপর হামলা চালানোর অপচেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির পক্ষ থেকে পরপর দু রাউন্ড গুলি ছুঁড়লে পালিয়ে যায় মাদ কারবারীরা। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ফেনসিডিল ভর্তি মাইক্রোবাস উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল, হাবিলদার শওকত আলীসহ সঙ্গীয় সদস্যরা। ফেনসিডিলভর্তি মাইক্রোবাস উদ্ধার করে আনা হয় ক্যাম্পে। মাইক্রোবাসের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে সেটিং করা অবস্থায় ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সুবেদার আব্দুল আউয়াল।
এদিকে এ ঘটনায় বেগমপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নিত মাদককারবারী বাবুর বাড়ি থেকে প্রায় মাইক্রোবাস ও প্রাইভেটকার ভর্তি করে ফেনসিডিল নেয়া হয় দেশের বিভিন্ন জেলায়। গতকালও একইপাড়ার সিদ্দিকের ছেলে এলাকার চিহ্নিত মাদককারবারী জহিরুল, সিরাজুল ইসলামের ছেলে আব্বাস ও বিলপাড়ার আবুল হোসেনের ছেলে শাহাদত ওরফে বাবু দীর্ঘদিন ধরে ফেনসিডিলের এ ধরনের চালান মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনযোগে পৌঁছে দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এছাড়া চিহ্নিত এ ৪ মাদককারবারী গোপনে ব্লু, শাদা ও ঘিয়ে রঙের ৩টি মাইক্রোবাস ব্যবহার করে থাকে।
অভিযোগ উঠেছে, উদ্ধারকৃত ফেনসিডিল চালানের ঘটনার সাথে দর্শনার কয়েক মাদককারবারী জড়িত রয়েছেন। পুলিশ-বিজিবি সঠিক তদন্ত করলে বেরিয়ে আসতে পারে থলের বিড়াল। তবে এলাকার চিহ্নিত মাদককারবারীকে আটকের দাবি তুলেছে সচেতনমহল।