দর্শনা বেগমপুর পুলিশ ও নিমতলা বিজিবির পৃথক অভিযান
দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: দর্শনা আইসি বেগমপুর ফাঁড়ি পুলিশ ও নিমতলা বিজিবি সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে মদ ও ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় রেজু নামের এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মহব্বত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বেগমপুর ইউনিয়নের কলোনিপাড়া বাজারে। এ সময় জীবননগর উপজেলার উথলী মাঝপাড়ার আ. লতিফের ছেলে রেজুকে (৩০) গ্রেফতার করা হয়। তার বাইসাইকেলে থাকা ধানের গুঁড়োভর্তি বস্তা তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মহব্বত আলী বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত রেজুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়।
অপরদিকে, বিজিবির নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে গতপরশু মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্প হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান সিংনগরে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এর আগে বিজিবির একই দল সিংনগর থেকে ৪৮ বোতল মদ উদ্ধার করেন। এদিকে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর শহরের পরাণপুর বেলেমাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।