ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৩০ পিস চেন, ৮ হাজার ৬৪০ জোড়া কানের দুল, ৩ হাজার ৯শ জোড়া কানের টপ, ১ হাজার ২০টি পুঁতির মালা ও ২ হাজার ৮৮০ পাতা টিপ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ১৩ লাখ ৪০ হাজার টাকা। গত পরশু মঙ্গলবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর নিমতলা মাঠে ভুট্টাক্ষেতের ভেতরে ওঁত পেতে ছিলো। এ সময় ৩/৪ জন চোরাকারবারী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মালামাল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।